Rahmatullah Tuhin
  • Home
  • Biography
  • Filmography
  • Achievements
  • Service
  • Gallery
  • News Article
  • Contact
  • Home
  • /
  • Shooting
  • /
  • তিন প্রজন্মের শিল্পী নিয়ে ‘যখন কখনো’
পরিচালক রহমতুল্লাহ তুহিন

তিন প্রজন্মের শিল্পী নিয়ে ‘যখন কখনো’

August 24, 2018 root No Comments Shooting Actors, Flim, Loaction, Place, Shooting

“খুব চিন্তিত গলায় সীমিন বলল, ‘খালামনি তোমার শরীর কি খুব খারাপ করেছে?’

খালামনি উত্তর দিল, ‘হ্যাঁ, প্রেশারটা মনে হয় বেড়ে গেছে। রাতিনের সাথে কোনো যোগাযোগ হয়েছে?’

সীমিন বলল, ‘না, আমি একবার ওকে ফোন দিয়েছি। ও ফোন ধরেনি।’

সোহান খানের রচনায়, রহমতুল্লাহ্ তুহিন পরিচালিত ‘যখন কখনো’ ধারাবাহিক নাটকের দৃশ্যের সংলাপ এভাবেই ক্যামেরার সামনে বলে যাচ্ছিলেন মৌসুমি হামিদ ও বর্ষীয়ান অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। নাটকে সীমিন চরিত্রে অভিনয় করছেন মৌসুমি হামিদ।

ফেরদৌসী মজুমদার বলেন, ‘আমি খুব বেছে বেছে কাজ করি। তুহিনের সঙ্গে এর আগেও কাজ করেছি। এই কাজটি করেও অনেক ভালো লাগছে।’

ফেরদৌসী মজুমদারের সঙ্গে নাটকে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মৌসুমি হামিদ বলেন, “ফেরদৌসী আন্টির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। তুহিন ভাই যখন বলেছেন ফেরদৌসী মজুমদার কাজ করবেন- প্রথমে তো বিশ্বাস করতে পারিনি। সেটে তিনি নিজের মেয়ের মতো আদর করছেন আমাকে। নাটকের গল্পে ফেরদৌসী আন্টি আমার মায়ের বান্ধবী চরিত্রে অভিনয় করছেন। আমার মা মারা যাওয়ার পর আমি ফেরদৌসী আন্টির বাসায় থাকি। খুব চমৎকার একটা গল্প। সিরিয়াল নাটকে খুব কম অভিনয় করছি আমি। ‘সাতটি তারার তিমির’ সবাই যেভাবে গ্রহণ করেছে, আশা করছি এই নাটকটিও প্রচার শুরু হলে সবার অনেক ভালো লাগবে।”

‘যখন কখনো’ নাটকে অনেক প্রজন্মের অভিনয়শিল্পীরা কাজ করছেন। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পরিচালক রহমতুল্লাহ্ তুহিন বলেন, “আমি ‘ক্ষণিকালয়’ নাটক ৫২০ পর্ব পযর্ন্ত করেছিলাম। সাড়ে তিন বছর আমি নাটকটির শুটিং করেছি। সেখানে ফেরদৌসী আন্টি একটানা কাজ করেছিলেন। তাঁর সম্পর্কে বলার কিছু নেই। তিনি অসাধারণ। আমি অনেক ভাগ্যবান পরিচালক, কারণ তাঁর সঙ্গে বহুদিন ধরে কাজ করছি। ‘ক্ষণিকালয়’ নাটকে আমি পাঁচ প্রজন্মকে দেখিয়েছি। এই নাটকেও তেমনি আমি তিন প্রজন্মের শিল্পীদের নিয়ে কাজ করছি। নাটকে ইন্তেখাব দিনার, রওনক হাসান, মমও কাজ করছেন। মৌসুমিকে সীমিনের চরিত্রে নেব- এটা প্রথমে ভাবিনি। সীমিন অনেক চটপটে আর মৌসুমিও বাস্তবে অনেক চটপটে। সবমিলিয়ে এই চরিত্রের জন্য ও মানানসই।”

নাটকের গল্প কীভাবে নির্বাচন করেন জিজ্ঞেস করতেই তুহিন বলেন, ‘আমি সবসময় নাটকের গল্প ও সংলাপ দেখি। সাহিত্যনির্ভর সবকিছু খুঁজি। কারণ গেলাম, খাইলাম, আসলাম, এ ধরনের সংলাপ আমার পছন্দ না।’

অভিনেত্রী রিচি সোলায়মান ‘যখন কখনো’ ধারাবাহিক নাটকটি প্রযোজনা করছেন বলে জানান পরিচালক রহমতুল্লাহ তুহিন।

news sources: NTV

Share:
prev post next post

Leave a Comment Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

Award
”I prefer scripts that deal with March 5, 2021
Rahmatullah Tuhin
Dialogue-based dramas are now missing: Tuhin March 3, 2021
রহমতুল্লাহ্ তুহিনের নির্মাণের ৩০ বছর March 2, 2021
Copyright © 2019 Rahmatullah Tuhin. All Rights Reserved. Development & Maintenance by: Valo Prochar