টিআরপিতে সেরা নাটক অপূর্বর ‘ওয়ান অ্যান্ড অনলি’
বিনোদন প্রতিবেদক
প্রতি ঈদেই বিভিন্ন চ্যানেলে প্রায় সাতশ’র মত নাটক প্রচারিত হয়। কিন্তু গেল ঈদে এবার করোনা পরিস্থিতির মধ্যেও প্রায় আড়াই’শরও বেশি নাটক প্রচারিত হয়েছে।
বিভিন্ন চ্যানেলে প্রচারিত এবার ঈদের নাটকের মধ্যে টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) তে সেরা নাটকের তালিকায় প্রথম স্হানে রয়েছে রহমতুল্লাহ্ তুহিন পরিচালিত ‘ওয়ান অ্যান্ড অনলি’ নাটকটি। এই নাটকটি এবার ঈদের দিন নাটকটি আরটিভিতে প্রচার হয়েছিল।
টিভিআর রেটিং ১.১২ এবং জিপিআর ৩০.২৪ নিয়ে টিআরপিতে প্রথম অবস্হানে আছে নাটকটি।
এ বিষয়ে নির্মাতা রহমতুল্লাহ্ তুহিন বলেন, এবার ঈদে টেলিভিশনে দেখা সর্বোচ্চ জনপ্রিয় নাটক এটি। দর্শকরা এত বেশি পছন্দ করেছেন এর জন্য সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। এভাবেই ভালোবেসে বাংলা নাটকের পাশে থাকবেন।
সৈয়দ জিয়া উদ্দিন জিয়ার রচনায় এই নাটকে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও জাসিনতা স্কোয়ারেস ( অস্ট্রেলিয়া)। এতে আরও অভিনয় করেছেন সোফি ব্রাওয়ার্র মরিসন (অস্ট্রেলিয়া), সালমান আরিফ, সেঁজুতি ইসলাম, নন্দ চক্রবর্তী ছোটন প্রমুখ।
প্রসঙ্গত, টেলিভিশন রেটিং পয়েন্ট সংক্ষেপে টিআরপি কোনো চ্যানেল বা অনুষ্ঠানের জনপ্রিয়তা নির্দেশ করে। ইলেক্ট্রনিক রেটিং এজেন্সি মনিটরিংয়ে মাধ্যমে কোন চ্যানেল বা কোন অনুষ্ঠান দর্শক বেশি দেখছে সে তথ্য বের করে। সে সমীক্ষা থেকেই এ রেটিং প্রকাশ করা হয়।