শেষ হচ্ছে তুহিনের ক্ষণিকালয়
ঠিক তিন বছর প্রচারের পর আজ রাত ৮টা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচারের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে রহমতুল্লাহ্ তুহিনের পরিচালনায় নির্মিত দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ক্ষণিকালয়। ২০১১ সালের ২৫ অক্টোবর তুহিন অনেক স্বপ্ন নিয়ে এই নাটকের শুটিং শুরু করেন। ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি মাছরাঙা টিভিতে নাটকটির প্রচার শুরু হয়। আজ ধারাবাহিক নাটকটির ৫২০তম পর্ব প্রচারের মধ্য দিয়ে পরিপূর্ণভাবে গল্পের ধারাবাহিকতা টেনেই নাটকটি শেষ হতে যাচ্ছে। আর এর মধ্য দিয়েই একটি দর্শকপ্রিয় নাটকের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। পরিচালক রহমতুল্লাহ্ তুহিন বলেন, ‘অনেক কষ্ট করে মেধা দিয়ে সবার সহযোগিতায় একটি ভালো নাটক নির্মাণ করেছিলাম। দেশ-বিদেশের অনেক ভক্ত দর্শক, শিল্পী-কলাকুশলীর কাছ থেকে প্রশংসা পেয়েছি। নাটকটি শেষ হয়ে যাচ্ছে, তাতে খারাপ লাগার চেয়ে ভালো লাগছে এই ভেবে যে, অন্য অনেক ধারাবাহিকের মতো হঠাৎ করেই নয়, বরং পরিপূর্ণভাবে নাটকটি শেষ করতে পারছি। ক্ষণিকালয় ছিল আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। আমাদের মিডিয়া ভুবনের কিংবদন্তি শিল্পীদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি আমি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’ রহমতুল্লাহ্ তুহিন ১৯৮৮ সাল থেকে থিয়েটার আরামবাগ-এর সাথে জড়িত। সেই সময়ই তিনি বিজ্ঞাপন নির্মাণও করতেন। আফরোজা বানুর সাথে সহকারী পরিচালক হিসেবে তার নির্মাণ ক্যারিয়ার শুরু হয়। প্রধান সহকারী পরিচালক হিসেবে তিনি কাজ করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, অরুণ চৌধুরী, চয়নিকা চৌধুরী, তাহের শিপন, শহীদুজ্জামান সেলিমের সাথে বহু বছর। তার নির্দেশিত প্রথম নাটক (২০০২) আজাদ আবুল কালামের লেখা প্রবাসীর ভালোবাসা। তার নির্দেশিত প্রথম ধারাবাহিক নাটক নাইন মান্থ ইন ব্রিকল্যান্ড। থিয়েটার আরামবাগ-এর হয়ে তিনি বিভিন্ন মঞ্চনাটকে অভিনয়ও করেছেন।
News Published On: dailynayadiganta.com
২৪ ফেব্রুয়ারি ২০১৫,মঙ্গলবার, ২০:৫৩